মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২২, ১৮:৫৫

ফরিদগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

ফরিদগঞ্জে ৪ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ থানা পুলিশ ৪ কেজি গাঁজাসহ মো: শরীফ হাওলাদার (২৭) ও মো: শাকিল ওরফে শাকিব (২২) নামে দুই যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাতে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তা এলাকা থেকে তাদেরকে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার (২৮ জানুয়ারী)দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাঁসা আইলের রাস্তা এলাকা থেকে মো: শরীফ হাওলাদার(২৭), মো: শাকিল ওরফে শাকিব(২২)কে সন্দেহভাজন হিসেবে তল্লাশি করে। এসময় তাদের কাছ থেকে ৪কেজি গাঁজা উদ্ধার করে।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের শুক্রবার দুপুরে চাঁদপুর আদালতে প্রেরণ করে। আটককৃত শরীফ হাওলাদার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পশ্চিম হাওলাদার বাড়ির নাছির হাওলাদারের ছেলে ও শাকিল ওরফে শাকিব একই এলাকার পশ্চিম পাড়া মনু গাজী বাড়ির ইউছুফ গাজীর ছেলে। শরীফ হাওলাদার ইতিপুর্বে মাদকসহ চাঁদপুর মডেল থানা পুলিশের হাতে আটক হয়েছিল। তার বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ৪কেজি গাঁজাসহ শরীফ ও শাকিল ্ওরফে শকিবকে আটকের কথা স্বীকার করে বলেন, মামলা দায়েরপুর্বক তাদেরকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়