শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২২, ১৯:৫০

কচুয়ায় এক রাতে ৭ দোকানে চুরি

কচুয়ায় এক রাতে ৭ দোকানে চুরি
মোহাম্মদ মহিউদ্দিন

চাঁদপুরের কচুয়ায় এক রাতে ৭টি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার সহদেবপুর মোড়ের ৪টি ও মেঘদাইর বাজারের ৩টি দোকানের সাটারের তালা ভেঙ্গে এ চুরি সংঘটিত হয়।

সরেজমিনে গেলে দোকান মালিকরা জানায়, ৭টি দোকান থেকে প্রায় আড়াই লাখ নগদ টাকাসহ চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। এর মধ্যে সহদেবপুর মোড়ের আল আমিন স্টোর থেকে নগদ দেড় লাখ টাকা ও ২টি মোবাইলসহ প্রায় ২ লাখ টাকার মালামাল, মোজাম্মেল ভ্যারাইটিজ ষ্টোর থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল, আহাদ টেলিকম থেকে নগদ সাড়ে চার হাজার টাকা ও ৪টি মোবাইলসহ প্রায় ২০ হাজার টাকার মালামাল এবং আয়েশা স্টোরের ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ১৫ হাজার টাকা লুটে নেয়।

এদিকে মেঘদাইর বাজারের মোল্লা ট্রেডার্স থেকে নগদ ১০ হাজার টাকা ও ২টি মোবাইলসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল, রাব্বানীর চা স্টল থেকে নগদ ৩৫ হাজার টাকাসহ ৫০ হাজার টাকার মালামাল ও কুদ্দুছ টেলিকম থেকে নগদ ১২ হাজার টাকাসহ প্রায় ২০ হাজার মালামাল নিয়ে যায়।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, চুরির ঘটনা শুনে সরেজমিনে গিয়ে তদন্ত করার জন্য কচুয়া থানার এসআই শাহিনকে পাঠিয়েছি। এ চুরির সাথে সম্পৃক্তদেরকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়