প্রকাশ : ১৬ নভেম্বর ২০২১, ২০:৩০
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যরা শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচছা প্রদান
১৬ নভেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজারস্থ কদমতলা এলাকায় শিক্ষামন্ত্রীর বাসভবনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপিকে গত ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চাঁদপুর সদর উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ স্বস্ব ইউনিয়নের পক্ষ থেকে এ ফুলেল শুভেচছা জানান।
|আরো খবর
এ সকল বিজয়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নের নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। চাঁদপুর সদর উপজেলার ৯ টি ইউনিয়নের চেয়ারম্যানগন স্ব স্ব ইউনিয়নের নেতৃত্ব দিয়ে সকল নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আসেন।
ফুলেল শুভেচছা জানানোর সময় শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি সকল নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, দেশের তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি আপনারা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে তুলেছে সেটি সফল করতে আপনাদের ভুমিকা অপরিসীম। অতএব আপনারা যারা নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন, নৌকার সন্মান যেনো কোনো কারণে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
তিনি আরো বলেন, আগামী ২ বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আপনারা আমাদের দলের পক্ষে এবং নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করবেন।
এসময় নির্বাচিত সকল প্রতিনিধিগন স্ব স্ব এলাকার উন্নয়নে শিক্ষামন্ত্রী ডাঃ দীপুমনি এমপি র সহযোগিতা কামনা করেন।