শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ২১:১২

নারায়ণপুর প্রেসক্লাবে মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
নারায়ণপুর প্রেসক্লাবে মতবিনিময় সভা

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার দ্বিতীয় পর্বে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ'র সভাপ্রধানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মুনজুর হোসেন রিপন। এসময় তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক ও দেশের চতুর্থ স্তম্ভ। দেশের সার্বিক উন্নয়নে সংবাদ কর্মীদের গঠনমূলক আলোচনা-সমালোচনা কেন্দ্রীয় সরকার, স্থানীয় সরকার ও সমাজ ব্যবস্থায় দারুণ প্রভাব ফেলতে পারে। তাই দেশ ও জাতির কল্যাণে সত্যের সন্ধানে সাংবাদিকদের কলম চলুক নির্ভয়ে। এসময় তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম রেজোয়ান বাদলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক লায়ন মো. সাইফুল ইসলাম রণি, সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাপ্তাহিক আজকের মতলব পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, সাবেক যুগ্ম সম্পাদক ও সাপ্তাহিক পাঠক সংবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক আরিফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক মিঞা মো. মামুন।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক হোসেন কানন, কার্যনির্বাহী সদস্য নোমান হোসেন সৈকত, আসিফ ইকবাল ডনসহ প্রেসক্লাবের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়