প্রকাশ : ১৩ নভেম্বর ২০২১, ১৮:৫৪
শাহরাস্তিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলা
শাহরাস্তি উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদারের বিরুদ্ধে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
|আরো খবর
গত ৩০ অক্টোবর সূচিপাড়া উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্টিত হয়। সভা শেষে শোরসাক বাজারে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। উক্ত হামলায় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল জড়িত রয়েছে বলে বাদী পক্ষ তাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় তাকে প্রধান আসামি করা হয়।
শোরসাক গ্রামের মৃত আঃ রহিম খানের ছেলে মোঃ বাচ্চু খান প্রথমে চাঁদপুর আদালতে মামলা দায়ের করেন। এরপর একই গ্রামের সিরাজুল হক মজুমদারের ছেলে মোঃ নিজাম উদ্দিন কিরণ আরেকটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের সংবাদ শুনে ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে বাদী পক্ষদের মামলা তুলে নিতে হুমকি ধমকি প্রদর্শন করলে বাদী পক্ষ লিখিতভাবে আদালতকে অবহিত করেন। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
অভিযোগের আলোকে জানা যায়, ৩০ অক্টোবর আওয়ামীলীগের বর্ধিত সভা শেষে শোরসাক বাজারে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান সহ বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করা হয়। পাশাপাশি স্হানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বর্ধিত সভায় কথা বলায় নিজাম উদ্দিন কিরণকে ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল প্রকাশ্যে শারীরিক ভাবে লাঞ্ছিত করায় নিজাম উদ্দিন কিরণ আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলায় চেয়ারম্যান ছাড়াও একাধিক ব্যক্তি কে আসামি করা হয়।