শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১৮:০৬

পর্যটকদের সেবা দিতে আবাসিক হোটেল মালিক সমিতির বৈঠক

অনলাইন ডেস্ক
পর্যটকদের সেবা দিতে আবাসিক হোটেল মালিক সমিতির বৈঠক

চাঁদপুরে আবাসিক হোটেল মালিক সমিতির কার্যকরী কমিটির সভা ও পর্যটকদের সেবা দিতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭ টায় চাঁদপুর পৌরসভার বড় স্টেশন মদিনার আবাসিক হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান গাজীর (মদিনা আবাসিক হোটেল) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদের (হোটেল গ্রান্ড হিলশা) সঞ্চালনায় সভায় শুরুতে সমিতির সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মোনাজাত করেন উপদেষ্টা মোঃ মমিন উল্যাহ (সফিনা হোটেল)। মোঃ নূরুল ইসলাম মিজি ( হোটেল শেরাটন), খোরশেদ আলম কাঞ্চন (হোটেল গ্রান্ড হিলশা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান গাজী (হোটেল চাঁদনগর), সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম রতন (শ্যামলী আবাসিক হোটেল), কোষাধক্ষ্য মোঃ নজরুল ইসলাম ভূঁইয়া (হোটেল সাগর ইন), সম্মানিত সদস্য ফয়সাল আহমেদ বাহার (গাজী আবাসিক হোটেল), মোহাম্মদ ইব্রাহিম কাজী জুয়েল (হোটেল ওয়েস্টান) প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি মোঃ রমজান ( প্রিন্স হোটেল), সহ-সাধারণ সম্পাদক মাসুদ রানা (হোটেল গার্ডেন), গোলাম মোস্তফা খান (হোটেল আল রাজি), ওবায়দুল গণি (নিউ (গাজী আবাসিক হোটেল), দপ্তর সম্পাদক লিমন গাজী (সুন্দরবন আবাসিক বোডিং), প্রচার সম্পাদক সাইফুল গাজী (রশিদ আবাসিক বোডিং), সম্মানিত সদস্য ইমরান খান বাবু (হোটেল আল রাশিদা), মোঃ শরীফ হোসেন কাজী (হোটেল চাঁদনগর), মোঃ ইমরান হোসেন গাজী (ভাই ভাই আবাসিক বোডিং) মোঃ মোক্তার হোসেন (শরিয়তপুর আবাসিক হোটেল),সহ সভাপতি মো রমজান ( প্রিন্স হোটেল)।

সভায় সমিতির নেতৃবৃন্দ বলেন, নিয়মিত ভ্যাট প্রদানে করার প্রতি সকলকে উদ্বুদ্ধ করা হয়। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকদের আবাসিক ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে সুন্দর সেবা প্রদান করার প্রতি গুরুত্বারোপ করা হয়। এছাড়া হোটেলের পরিবেশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয় নিয়ে আলোচনা করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়