প্রকাশ : ০৯ নভেম্বর ২০২১, ১৩:৪২
ফরিদগঞ্জের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড : প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতির
![ফরিদগঞ্জের ইসলামপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড : প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়-ক্ষতির](/assets/news_photos/2021/11/09/image-8712-1636444094bdjournal.jpg)
|আরো খবর
এ বিষয়ে কনক এন্টারপ্রাইজের মালিক মোঃ জাকির হোসেন মিয়াজী সাথে কথা হলে তিনি বলেন, তার দোকানটি মূলত ভ্যারাইটি মালামালে পরিপূর্ণ ছিল এবং তিনি একজন খুচরা ও পাইকারি বিক্রেতা। তিনি একজন বিকাশ, নগদ, মোবাইলের লোড, মুদি মালামাল হার্ডওয়্যার এবং বিভিন্ন ধরনের জুতাসহ আরো বিভিন্ন মালামালের খুচরা ও পাইকারি বিক্রেতা। তার দোকানে সমস্ত মালামাল এবং নগদ ৯০ হাজার টাকা এবং দশটি মোবাইল সেট সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তার ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ১৪ থেকে ১৫ লক্ষ টাকা দাঁড়াবে বলে তিনি জানান। তিনি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে এই প্রতিনিধিকে বলেন, তার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন। চাকরি শেষ হওয়ার পরে তার বাবার পেনশনের টাকা দিয়ে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু সবকিছুই পুড়ে ছাই হয়ে গেলো। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছেন।
অন্যদিকে নবী উল্লাহ বলেন, তার দোকানের ফ্রিজ, টিভি এবং মুদি মালামাল সহ প্রায় ২/৩ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। তার দোকানের সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যাওয়ার কারণে সংসার নিয়ে তিনি এখন অসহায় হয়ে পড়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেয়ার জন্য ঘটনাস্থলে এসেছেন ২নং বালিথুবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন নয়ন, ১নং বালিথুবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন মিয়াজী, ২নং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হারুন-উর-রশিদ, ২নং বালিথুবা ইউনিয়নের আওয়ামী লীগের হয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিএম হাসান তাবাসসুম, ফরিদগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেনসহ আরো অনেকে।