শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দিনমজুরকে জবাই করে হত্যা, ৪৪ দিন পর লাশ উত্তোলন
  •   অবশেষে চাঁসক সহকারী অধ্যাপক কামরুল হাছানকে বদলি
  •   নিয়ম-নীতির তোয়াক্কা না করে সড়কের ওপর ভবন নির্মাণের অভিযোগ
  •   বাবা মায়ের উপর ছেলেদের নৃশংসতা ।। বৃদ্ধ বাবার থানায় অভিযোগ
  •   ফিরে এলেন আগের খতিব, নামাজের আগে নাটকীয়তা বায়তুল মোকাররমে

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২১, ১৮:৪১

শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি অভিভাবকেরও দায়িত্ব রয়েছে : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব

মুহাম্মদ আরিফ বিল্লাহ
শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি অভিভাবকেরও দায়িত্ব রয়েছে : তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রীর একান্ত সচিব

মতলব দক্ষিণ উপজেলা নারায়ণপুর ডিগ্রী কলেজের ছাত্র-ছাত্রীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৬ নভেম্বর সকাল ১০ টায় কলেজ মাঠে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মো. মোসলেহ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং কলেজ গভর্নিং বডির সভাপতি মো. সাইফুল ইসলাম (উপ সচিব)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের এই অভিভাবক সমাবেশ শিক্ষক শিক্ষার্থীদের মিলনমেলা। এখানে অভিভাবকগণ তাঁদের প্রাণের স্পন্দন সন্তানদের লেখাপড়ার মান বৃদ্ধির জন্য মন খুলে কথা বলার সুযোগ পেয়েছেন। অভিভাবকদের পরামর্শ গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনা করবো।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, এই কলেজের শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি আপনাদেরও দায়িত্ব নিতে হবে। ভালো ফলাফলে যেমন উভয়ের ভূমিকা রয়েছে তেমনি কোন শিক্ষার্থী অকৃতকার্য হলে তার দায় কেউ এড়াতে পারে না। তিনি আরও বলেন বর্তমান সরকার শিক্ষাকে আইসিটি নির্ভর পরিবেশে রূপান্তর করেছেন। কেউ যদি ইচ্ছা করে তবে লেখাপড়ার যে কোন সমস্যা স্মার্ট ফোনের মাধ্যমে সমাধান করতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দাউদ হোসেন চৌধুরী, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা'র উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. শহীদুল ইসলাম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. মফিজুল ইসলাম, নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ, কলেজ গভর্নিং বডির বিদুোৎসাহী সদস্য মো. শাহীদ খালেদ প্রধান শামসু, মোঃ গোলাম রাব্বানী পাটোয়ারী, মো. জাহাঙ্গীর আলম খন্দকার মানিক, হিতৈষী সদস্য মো রাসেল প্রধান, অভিভাবক সদস্য মো. আবু সায়েম মাস্টার , রাসেল প্রধান, কলেজের প্রভাষক দুলাল পোদ্দার, মো. কাউছার মিয়া ।

অভিভাবকদের মধ্য হতে বক্তব্য রাখেন সাবেক গভর্নিং বডির সদস্য এবং সম্মানিত শিক্ষার্থী অভিভাবক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, শিক্ষার্থী অভিভাবক মো. লোকমান হোসেন প্রধান, কাজল রানী, পিয়াসা, রোকেয়া বেগম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় এবং আমন্ত্রিত অতিথিদেরকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

শিক্ষার্থীদের পক্ষ হতে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান। পবিত্র কুরআন তিলাওয়াত করেন কলেজের ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক মো আব্দুল হক। গীতা পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী সেতু বণিক।

এ সময় উপস্থিত ছিলেন গভর্নিং বডি সদস্য মো. মানিক সরকার, মো. ইসমাইল প্রধান, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং কলেজের শিক্ষক শিক্ষার্থী কর্মচারীবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়