রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৪ জুলাই ২০২১, ১০:১০

মতলবে ধনাগোদা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে ১ জন নিহত : আহত ৩

মতলব উত্তর ব্যূরো
মতলবে ধনাগোদা নদীতে বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে ১ জন নিহত : আহত ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে বালিবোঝাই বাল্কহেডে চাঁদা তুলতে গিয়ে শ্রমিকদের গণপিটুনিতে মামুন বেপারী (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। গত ৩ জুলাই শনিবার উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের সস্তোষপুর গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বালু বোঝাই বাল্কহেডটি কালিরবাজার হয়ে মতলবের দিকে যাওয়ার পথে গুয়াগাছিয়া থেকে ট্রলার যোগে ৪/৫ জনের একটি দল বালু বোঝাই বাল্কহেডের পিছু নেয়। বাল্কহেডটি কালিরবাজার আসলে গুয়াগাছিয়ার ট্রলার যোগে আসা ব্যক্তিরা বাল্কহেডের লোকজনের কাছে চাঁদা দাবি করে। চাঁদা নিয়ে বাল্কহেডের লোকজনের সাথে চাঁদাবাজদের ধস্তাধস্তি করতে করতে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের সন্তোষপুর নামক স্থানে ধনাগোদা নদীতে এক পর্যায়ে সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুয়াগাছিয়া চাঁদাবাজ দলের মামুন বেপারী (৩৫) পানিতে পড়ে গিয়ে নিহত হয়। মামুন বেপারী (৩৫) মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার মৃত মোহাম্মদ আলী বেপারী ছেলে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে চাঁদাবাজদের ধাওয়া করতে গেলে তারা সন্তোষপুর সরকার বাড়িতে ২টি ঘরে হামলা করে। হামলায় সন্তোষপুরের ৩ জন আহত হয়। আহতরা হলেন, মৃত আলী আহম্মদ সরকারের ছেলে মান্নান সরকার (৭০), বিল্লাল সরকার (৫০) ও রানা সরকার (২৬)। যাদের ঘরে হামলা হয়ে হয়েছে তাদের নাম, নাছিমা বেগম ও মান্নান সরকার।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। চাঁদপুর নৌ পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, খবর পেয়েই আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়