প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৮:১৭
নৌকার মাঝির নাম ঘোষণা না করায় সড়ক অবরোধ
নৌকার মাঝির নাম ঘোষণা না করায় সড়ক অবরোধে অংশ নিয়েছে আওয়ামী লীগের একটি অংশ। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার সকল ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম সংগ্রহের জন্য বর্ধিত সভা চলমান রয়েছে।
|আরো খবর
বুধবার বিকেলে উপজেলার কালোচোঁ দক্ষিন ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের নাম ঘোষণা না করায় সড়ক অবরোধে নামের দুই প্রার্থীর পক্ষের লোকজন পক্ষ। এতে করে প্রায় পৌনে ১ ঘন্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেয়। বুধবার বিকেলে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বলাখাল বাজার এলাকায় এই সড়ক অবরোধ দেয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী,সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন ,জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রোটা আহসান হাবীব অরৃুন ,উপজেলা উন্নয়ন কমিটির যুগ্ন আহবায়ক আলহাজ্ব জসিম, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল,যুগ্ন আহবায়ক জাকির হোসেন হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মেহেদি হাসান রাব্বিসহ কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিকেলে অনুষ্ঠিত বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিন নৌকা প্রতীকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীগন তাদের হাত তোলার জন্য আহবান জানান। এ সময় এস এম মানিক.আনোয়ার হোসেন মজুমদারসহ বেশ কয়েকজন হাত তুলেন। সভায় কারো নাম না তুলে সভা থেকে নেতৃবৃন্দ বেরিয়ে আসলে হট্টোগোল শুরু হয়।
এক পর্যায়ে এস এম মানিক ও আনোয়ার মজুমদারের পক্ষে কিছু সমর্থক সভাস্থল থেকে প্রায় ৪ কিলোমিটার দুরে বলাখাল বাজার এলাকায় এসে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক অবরোধ দেয়। এ সময় উপজেলা আওয়ামীলীগের একটি পক্ষ অবরোধের সাথে একাত্বতা পোষন করেন।
অবরোধের কিছু পরে হাজীগঞ্জ থানার পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তুলে নেয়া হয়।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিন বলেন, সভায় যারা হাত তুলেছে তাদের সবার নাম যাবে, বিভ্রান্তি ছড়ানোর কোন কারন নেই।
থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ জানান, অবরোধকারীদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।