বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৪:৫১

লাকসাম রাধাকৃষ্ণ আশ্রমে ১১৭তম বার্ষিক উৎসব ২৬ জানুয়ারি থেকে শুরু

তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।

বিশ্বশান্তি ও মানবকল্যাণ সাধনে শ্রীয়াং রাধাকৃষ্ণ আশ্রমে ১১৭তম বার্ষিক উৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী ভূবনমঙ্গল তারকব্রহ্ম নাম সংকীর্তন মহাযজ্ঞ। আসছে ২৬ জানুয়ারি ২০২৬ (সোমবার) হতে ৩১ জানুয়ারি ঊষালগ্ন পর্যন্ত কুমিল্লা লাকসাম শ্রীয়াং রাধাকৃষ্ণ আশ্রমে ৪০ প্রহরব্যাপী সংকীর্তন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে ২৫ জানুয়ারি রোববার সন্ধ্যায় নামযজ্ঞের শুভ অধিবাস ও মঙ্গল ঘট স্থাপন, শ্রীমদ্ভাগবদ পাঠ ও অধিবাস এবং ২৬ জানুয়ারি সোমবার হতে ৪০ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু এবং ৩১ জানুয়ারি শনিবার ব্রহ্মমুহূর্তে মহানামযজ্ঞের পূর্ণাহুতি। এর মধ্যে ৩০ জানুয়ারি শুক্রবার দ্বিপ্রহরে রাধাকৃষ্ণ ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ। এতে নামসুধা পরিবেশন করবেন স্থানীয় শ্রীশ্রী রাধাকৃষ্ণ সম্প্রদায়, ফরিদপুর হতে আগত শ্রীকৃষ্ণ কানাই সম্প্রদায়, কিশোরগঞ্জ শ্রীনাম সংঘ সম্প্রদায়, বি-বাড়ীয়া ভক্ত প্রহ্লাদ সম্প্রদায়, সাতক্ষীরা নন্দ কিশোর সম্প্রদায়, খুলনা আনন্দ মিলন সম্প্রদায় ও বরগুনা নারায়ণ কৃষ্ণ সম্প্রদায়।

ওই মহতী অনুষ্ঠানে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়