প্রকাশ : ০৬ অক্টোবর ২০২১, ১৮:৫৪
কেউ দুর্নীতি করলে ছাড় পাবেন না : পরিকল্পনা প্রতিমন্ত্রী
শিক্ষকরা জাতির হাতিয়ার, আমাদের অর্থনীতিও শক্তিশালী। ২০৪১ সালে দেশে আর কোনো দরিদ্র থাকবে না। প্রধানমন্ত্রী দুর্নীতি পছন্দ করেন না, কেউ দুনীতি করলে ছাড় পাবেন না।
|আরো খবর
আজ বুধবার বিকেল চারটায় মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
মতলব দক্ষিণ উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান।
অনুষ্ঠান শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম সম্মাননা গ্রন্থ শিক্ষকদের হাতে তুলে দেন।