প্রকাশ : ৩০ জুন ২০২১, ২০:৪৪
করোনাকালীন সময়ে কেউ না খেয়ে মরবে না : মতলব উত্তর ইউএনও
মতলব উত্তরে করোনা মহামারিতে কর্মহী মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রি বিতরণ করা হয়েছে ৷
আজ ৩০ জুন বুধবার সকালে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে ৩ শ' কর্মহীন মানুষের মাঝে সাড়ে ৯ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ও ১ কেজি লবণসহ অন্যান্য সামগ্রি বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তপদার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, মোহনপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হক, সচিব জসিম উদ্দিন, ইউপি সদস্য হোসেন আহমেদ, গোলাম হোসেন, শাহাদাৎ হোসেন, মোরশেদ আলম,বাবুল, মোহাম্মদ হোসেন, মহিলা ইউপি সদস্যা শিরিন আক্তারসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ৷
এ সময় উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান বলেন, করোনা মহামারী থেকে দেশকে রক্ষা করার জন্য সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছে। আমাদের সেগুলো মানতে হবে। এ সময় কেউ না খেয়ে থাকবে না। যেখানে খাদ্য প্রয়োজন হবে, প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী সেখানেই পৌঁছে যাবে।