প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১০:১২
কুমিল্লায় উল্টো রথযাত্রা মহোৎসব শুক্রবার

শুক্রবার (৪ জুলাই ২০২৫) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) কুমিল্লার যৌথ আয়োজনে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে কুমিল্লা নগরীর পাথুরিয়া পাড়াস্থ শ্রীশ্রী গুন্ডিচা মন্দিরে সকাল সাড়ে ৭টা হতে যথাক্রমে শ্রীশ্রী জগন্নাথদেবের পূজার্চনা ও দর্শন আরতি, বিশ্বশান্তি কল্পে অগ্নিহোত্র যজ্ঞ, ভজন কীর্তন শেষে মধ্যাহ্নে উৎসবে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং দুপুর ২টায় ধর্মসভা। এরপর ঠাকুরপাড়া শ্রীশ্রী রাধাকৃষ্ণ গৌর নিতাই মন্দির হতে জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দির পর্যন্ত পৃথক রথারোহণ, শুভ আরতি ও মহাহরিনাম কীর্তন সহযোগে ভক্ত সমাবেশ বর্ণাঢ্য শোভাযাত্রা।
জানা যায়, মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি। সেখান থেকে আবার সাতদিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ। এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে। পরপর তিনটি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ। এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে।
ওই অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), কুমিল্লা'র সভাপতি শ্রী সুকান্ত চক্রবর্তী @ সুদর্শন জগন্নাথ দাস ব্রহ্মচারী।