বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ১৬:৪৮

কুমিল্লা পিটিআই স্কুলে পয়লা বৈশাখ উদযাপন

কুমিল্লা পিটিআই স্কুলে পয়লা বৈশাখ উদযাপন
তাপস চন্দ্র সরকার

কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিটিআই) মিলনায়তনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা পিটিআই স্কুলের কর্মকর্তা, শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থীদের পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠ শেষে ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের শুরু হয়।

কুমিল্লা পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট সনজিত কুমার সিনহা বলেন, ‘বাংলা নববর্ষ বাঙালি সংস্কৃতির গর্ব এবং একটি ঐতিহাসিক তাৎপর্যময় অধ্যায়। মুঘল সম্রাট আকবর আনুষ্ঠানিকভাবে এ বাংলা সন প্রবর্তন করেন।' এটি একটি সার্বজনীন উৎসব। তাই বাঙালি ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার জন্যে পয়লা বৈশাখ পালন অত্যন্ত জরুরি।

এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করা হয়। সবশেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিষ্ঠান প্রধান সনজিত কুমার সিনহা।

কুমিল্লা পিটিআই-এর সুপারিনটেনডেন্ট সনজিত কুমার সিংহ-এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিটিআইয়ের সহকারী সুপারিন্টেনডেন্ট রওশন আরাসহ পিটিআই-এর সকল ইন্সট্রাক্টর এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিটিপিটি ২০২৫ শিক্ষাবর্ষের সকল প্রশিক্ষণার্থী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিটিপিটি ২০২৫ শিক্ষাবর্ষের প্রশিক্ষণার্থী মোহাম্মদ আলমগীর হোসেন ও শামীমা আক্তার সুমী।

বর্ষবরণ অনুষ্ঠানে ইনস্টিটিউটের সব কর্মকর্তা ও কর্মচারী, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থী এবং অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন প্রতিষ্ঠান প্রধান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়