প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২১, ২০:৫৮
শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজে স্বাস্হ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে শ্রেণি পাঠদান শুরু
শাহরাস্তির সূচীপাড়া ডিগ্রি কলেজে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে শ্রেণি পাঠদান শুরু হয়েছে। আজ রবিবার সকাল ৯টা থেকে কলেজ গেইটে শিক্ষার্থীদের স্বাস্হ্যবিধি নিশ্চিতকরে ভিতরে প্রবেশ করতে দেয়া হয়।
|আরো খবর
পরে নোর্টিশ বোর্ড দেখে প্রত্যেক শিক্ষার্থী শিক্ষকদের সহযোগিতায় নিজ নিজ আসনে অবস্থান নেয়। অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া, সহকারী অধ্যাপক মোঃ আবুল কালামসহ অন্যান্য শিক্ষকগণ পালাক্রমে বিভিন্ন শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন এবং শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।
শিক্ষকরা অনেকে শ্রেণি কক্ষে কোরআন তেলোওয়াত, গীতাপাঠ, দোয়া মুনাজাত, পরিচয় পর্ব, গান, কৌতুক, অভিনয়, স্বাস্থ্যবিধি মেনে চলা,কলেজের নিয়মনীতির বর্ণনা ইত্যাদি উল্লেখ করে শ্রেণি পাঠদান শুরু করেন। শিক্ষার্থীরা নির্দেশনা মতে নিজ নিজ কক্ষে অবস্হান করে যাতে স্বাস্থ্য বিধি লঙ্গিত না হয়। ক্লাস ছুটির পর শিক্ষকগনের সহযোগিতায় স্বাস্থ্য বিধি মেনে ৩ ফুট দূরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে শিক্ষার্থীরা কলেজ আঙ্গিনা ত্যাগ করে।