প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ২৩:৪২
শ্রীনগরে হেমন্তে হিমেল হাওয়া ঠান্ডাজনিত রোগ বাড়ছে
শ্রীনগরে হেমন্তে হিমেল হাওয়া কুয়াশাচ্ছন্ন পরিবেশ
প্রকৃতি জানাচ্ছে শীত আসছে হেমন্তের পর শীতকাল। শীত আসতে
এখনো প্রায় দেড় মাস বাকি থাকলেও মুন্সীগঞ্জের শ্রীনগরে দিনের বেলা প্রচন্ড গরম রাতে টিনের চালে গাছের ডালের টাপুর টুপুর শিশিরে শব্দ পাওয়া যায়।
ভোরে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজমান।সারাদিন প্রচন্ড গরম রাতেও ভোরে হালকা ঠান্ডা পড়ায় শিশু ও বয়োবৃদ্ধরা ঠান্ডা জনিতরোগ জ্বর ,ঠান্ডাও কাশি বৃদ্ধি পাচ্ছে । বিশেষজ্ঞ ডাক্তার আসলাম জানান, ভোরে কুয়াশা ও শিশির থাকায় অসুস্থদের প্রয়োজন ছাড়া ঘর হতে বের না হওয়া, অজু ও গোসলের হালকা কুসুম গরম পানি ব্যবহার করা, চিকিৎসকদের পরামর্শ ক্রমে ওষুধ সেবন করতে হবে।