প্রকাশ : ০২ নভেম্বর ২০২২, ১০:২০
ঢাকা দোহার সড়কে বাস অটো রিক্সার সংঘর্ষ
ঢাকা দোহার সড়কে বাস অটো রিক্সার সংঘর্ষ, ২ যাত্রী আহত। ২ নভেম্বর সকাল ৮ টায় মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার ঢাকা দোহার সড়কে কাদিরের দোকান নামক স্থানে, নগর পরিবহন বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী আহত হন এবং অটো রিক্সার সামনের কাঁচ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
|আরো খবর
ঘটনা বিবরণের জানা যায়, নগর পরিবহনের গাড়িটি দোহার হতে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে, যাত্রীবাহী বাসটি ধীর গতিতে চলছিল। দোহার মেঘলা বাজার হতে আগত অটোরিকশাচালক আব্দুল ওহাব, দুজন যাত্রী নিয়ে ঘটনাস্থানে পৌঁছে, পিছন হতে নগর পরিবহন বাসটিকে সজোড়ে আঘাত করলে, আটো রিক্সারটির সমনের অংশের কাচ ভেঙ্গে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। অটো রিক্সার যাত্রী বিল্লাল হোসেন ও তার স্ত্রী সামান্য আঘাত পান।
প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, অটো রিক্সা চালকের বেপরোয়াভাবে অটোরিকশাটি চালানোর ফলে এ দুর্ঘটনাটি ঘটে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে,বেপরোয়া ভাবে গাড়ি চালকগণ গাড়ি চালানোর ফলে প্রায় প্রতিদিনই এ রাস্তাটিতে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়।