প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২, ১৩:৩২
নিশেধাজ্ঞা প্রত্যাহারের পর শ্রীনগরে ইলিশ ক্রয়ে ক্রেতাদের ভিড়
![নিশেধাজ্ঞা প্রত্যাহারের পর শ্রীনগরে ইলিশ ক্রয়ে ক্রেতাদের ভিড়](/assets/news_photos/2022/10/29/image-25204-1667029179bdjournal.jpg)
নিশেধাজ্ঞা প্রত্যাহারের পর শ্রীনগরে ইলিশ ক্রয়ে বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ২৮ অক্টোবর দিবাগত রাত হতে ইলিশ ধরা ইলিশ ক্রয় বিক্রয় নিষিদ্ধ প্রত্যাহারের পর জেলেরা জাল নিয়ে নদীতে গিছেন ইলিশ মাছ ধরতে। ২৯অক্টোবর সকালে মুন্সিগঞ্জ শ্রীনগরের বাজার গুলোতে ইলিশ মাছে সয়লাব, ক্রেতাদের ও ইলিশ মাছ বাজারে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ইলিশ মাছ বিক্রেতা সাদেক এই প্রতিনিধিকে জানান, ২২দিন ইলিশ মাছ ধরা ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকায় তারা বাজারে ইলিশ মাছ বিক্রি করতে পারেন নি, বিকল্প মাছ বিক্রি করে তাদের সংসার চলেছে। আজ হতে ইলিশ মাছ বিক্রয় করতে পেরে তারা খুশি ক্রেতা আব্দুল জলিল জানান, তার ছেলের ইলিশ মাছ খুব প্রিয়, আজ বাজারে ইলিশ মাছ ক্রয় করতে পারবেন, জেনে বাজারে এসেছেন।
ক্রেতা জয়নাল আবেদীন সিকদার জানান, এ২২ দিন ইলিশ মাছ ক্রয় বন্ধ থাকায় ইলিশ মাছ বিক্রেতাদের একটু কষ্ট হয়েছে তাদের সংসার পরিচালনায়। ক্রেতারাও হয়েছেন লাভবান কারণগত বছর অনুরূপ ইলিশ ধরাবন্ধ থাকায় এবছর যেমন প্রচুর পরিমান ইলিশ নদীতে ধরা পড়েছে ক্রেতারা স্বল্প দামে তা ক্রয় করতে পেরেছেন আগামীতে তা অব্যাহত থাকবে।