প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৩
ডাকাতিকালে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যু
![ডাকাতিকালে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যু](/assets/news_photos/2022/09/12/image-23245-1663004324bdjournal.jpg)
ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেস ওয়েতে পরিবহনে ডাকাতিকালে হার্ট অ্যাটাকে ডাকাতের মৃত্যুর ঘটনা ঘটেছে। ১২সেপ্টেম্বর ভোর রাত তিনটায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে এলাকায় এ ডাকাতির ঘটনাটি ঘটে। এসময় ডাকাতের ছুরিকাঘাতে ২ জন যাত্রী আহত হন। আহতরা হলেন মোহাম্মদ হৃদয় ও মোহাম্মদ ইমাম হোসেন। হৃদয় ও ইমাম হোসেন ঢাকা রায়েরবাগ এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি ডাকাত দলের সক্রিয় সদস্য তার নাম আব্দুল মালেক ওরফে আব্দুল আলিম। তার বাড়ি পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলা হরিপাল এলাকায়। তার বিরুদ্ধে ঢাকা গাজীপুর পটুয়াখালীতে ৪টি ডাকাতি মামলা রয়েছে।
|আরো খবর
জানা যায়, ১২সেপ্টেম্বর ভোর রাত ৩ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সার্ভিসে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, সে সময় মহাসড়কের উপর দিয়ে যানবাহন ধীরগতিতে চলাচল করছিল, এ সময় কেয়ট খালি এলাকাটি নিরব থাকায় ডাকাত দলের সদস্যরা সক্রিয় হয়ে ছুরি, রামদা চাপাতি দিয়ে সিএনজি, প্রাইভেটকারে ডাকাতি করছিল, ডাকাতির সময় তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। ৯৯৯ ফোন পেয়ে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে, ডাকাতদল পালানোর চেষ্টা করে। সে সময় ডাকাত দলের একজন অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান। রাতে থানার পুলিশ দল টহলরত অবস্থায় ছিল, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যেতে ছিল, এ সময় ডিভাইডারে ডাকাতদলের একজন পড়ে থাকতে দেখা যায়।টহল পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।