প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ২৩:২৬
শ্রীনগর পাটাভোগ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
শ্রীনগর পাটাভোগ সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫সেপ্টেম্বর সকাল ১১ টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা পাটাভোগ ইউনিয়নে শ্রীশ্রী হরি সভা মন্দিরেএ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী। আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, আব্দুল লতিফ মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস মৃধার জীবন, আওয়ামী লীগ নেতা নাজমুল তালুকদার, শামীম, উপজেলা পূজা উদযাপন কমিটির সদস্য ও পাটা ভোগ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।