শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ জুন ২০২১, ১৮:০৪

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ শাখার অনুমোদন

সভাপতি শিমুল, সম্পাদক ইকবাল

প্রবীর চক্রবর্তী
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন ফরিদগঞ্জ শাখার অনুমোদন

পথ শিশু, পথবাসী এবং পরিবেশ বিষয়ক একটি সামাজিক সচেতনতামূলক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন (রেজিস্ট্রেশন নং ঝ-১২৯৪৩) এর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার নুতন কমিটি অনুমোদিত হয়েছে।

সংগঠনের চাঁদপুর জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক ডা. মনিরুজ্জামান মহসিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ উপজেলা শাখার ফরিদগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য, দৈনিক চাঁদপুর ও চাঁদপুর টাইমস এর উপজেলা প্রতিনিধি মো. শিমুল হাছানকে সভাপতি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক, দৈনিক চাঁদপুর খবরের ফরিদগঞ্জ অফিস প্রধান ও প্রিয় চাঁদপুর এর স্টাফ রিপোর্টার এস. এম ইকবাল হোসে কে সাধারণ সম্পাদক এবং ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাহিত্য ও দৈনিক শপথ পত্রিকার উপজেলা প্রতিনিধি আব্দুস সালামকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। দুই বছর মেয়াদী কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটির তালিকা চাঁদপুর জেলা কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগানকে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে ১ জুলাই ২০১৪। এটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশন ভূক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং ঝ-১২৯৪৩ তারপর থেকে সংগঠনটি ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে আসছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়