বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ১২:৫৫

কচুয়ায় লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ ও প্রশাসন

মোহাম্মদ মহিউদ্দিন
কচুয়ায় লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ ও প্রশাসন

ঈদুল আযহার দ্বিতীয় দিন শেষে শুক্রবার সকাল ৬ টা থেকে শরু হয়েছে কঠোর লকডাউন। আর এই লকডাউন বাস্তবায়নে শুক্রবার ভোর থেকেই অপ্রয়োজনে সড়কে বেরিয়ে পড়া মানুষকে ঘরে ফেরাতে কচুয়া উজেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছেন কচুয়া থানা পুলিশ।

সকাল ১০টায় উপজেলার পালাখাল, মাঝিগাছা, সাচার ও কচুয়া পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে কচুয়া উপজেলা প্রশাসন। সরেজমিনে উপজেলার পালাখাল, কচুয়া পৌর বাজার, সাচার বাজার ও রহিমানগর এলাকা ঘুরে প্রধান প্রধান সড়কের পাশে থাকা দোকানগুলো বন্ধ থাকতে দেখা গেছে। সড়ক গুলোতে রিক্সা ও সিএনজির উপস্থিতি তেমন দেখতে পাওয়া যায়নি। মূল সড়কের বাইরে বিভিন্ন গলিতে ব্যাটারিচালিত ইজিবাইক ব্যপকহারে চলাচল করতে দেখা গেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কচুয়া থানা পুলিশ তৎপর রয়েছে। প্রধান প্রধান

সড়কগুলোতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। বিধিনিষেধ কার্যকরে পুলিশের মোবাইল টিম কাজ করে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ সড়কে বের হলে তাদেনকে ফেরত পাঠানো হচ্ছে।\

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি বলেন, করোনা ভাইরাসের সংক্রমন রোধকল্পে সকাল থেকে উপজেলার বিভিন্ন বাজার এলাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান লকডাউন চলাকালীন অব্যাহত থাকবে। ভ্রাম্যমান চলাকালে তিনি- করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে ঘরে থাকার অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়