বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২২ জুলাই ২০২১, ১২:৪৯

আসুন করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-৮

অনলাইন ডেস্ক
আসুন করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ হই-৮

করোনার প্রাদুর্ভাব কমাতে হলে সরকারের নির্দেশিকা বাস্তবায়ন করতে হবে : প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি

বৈশ্বিক মহামারির কারনে সারা বিশ্ব আজ আতংকিত। আতংকিত বাংলাদেশ। সারাদেশে পাল্লা দিয়ে চলছে মৃত্যুর মিছিল। প্রতিদিন আক্রান্ত হচ্ছে দেশের হাজার হাজার মানুষ। ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে এগিয়ে চলছে দেশ। প্রতিদিনই কেউ না কেউ শুনছে তাদের প্রিয় মানুষদের মৃত্যু সংবাদ। এমনি পরিস্থিতিতে পিছিয়ে নেই চাঁদপুর জেলা। সারা দেশে করোনায় আক্রান্তের তালিকায় গড় হিসাব অনুযায়ী চাঁদপুরে আক্রান্তের সংখা কিছুটা বেশি।

করোনা সংক্রমন ঠেকাতে লকডাউন কার্যকরে মানুষের তেমন কোন সদইচ্ছাও দেখা যায় না চাঁদপুরে। এমনি পরিস্থিতিতে করোনা সংক্রমন ঠেকাতে করণীয় সম্পর্কে জানতে চাওয়া হয় চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক উদীয়মান তরুন সমাজসেবক মোহম্মদ আলী মাঝির কাছে। তিনি করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের গৃহীত নির্দেশিক বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন বিভিন্ন বাধাধরার মধ্যে দিয়েও জননেত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে দেশবাসীর জন্য যেভাবে ভ্যাকসিন সংগ্রহ করেছেন এবং বিনামূল্যে তা মানুষকে দিয়েছেন, আমরা কি সেভাবে করোনা প্রতিরোধে সরকারের পাশে দাড়িয়েছি? আমরা যদি করোনা সম্পর্কে এখনো সতর্কতা গ্রহণ না করি, তাহলে পক্ষান্তরে আমাদেরই ক্ষতি হওয়ার সম্ভবনা রয়েছে বিষয়টি বুঝতে হবে।

তিনি করোনা প্রতিরোধে মাস্ক ব্যাবহারের বিকল্প নেই উল্ল্যেখ করে বলেন, সকলকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। নিয়মিত পরিস্কার পরিচ্ছন্নভাবে চলাসহ সাবান দিয়ে হাত ধুতে হবে এবং প্রয়োজন ব্যাতীত ঘরের বাহিরে যাব না এই মানসিকতা নিয়ে চলতে হবে।

তিনি বর্তমান করোনাকালীন সময় অনেক পরিবার আর্থিক সংকটের মধ্য দিন অতিবাহিত করছেন, যাদের মধ্যে অনেকেই মুখ ফুটে কিছু বলতে পারছেন না এবং প্রকাশ্যে হাত বাড়িয়ে কিছু চাইতে পারছেন না। তাদেরকে এলাকাভিত্তিক চিহ্নিত করে নীরবে নিভৃতে সাহায্য সহযোগীতা করার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন বর্তমান করোনাকালীন সময় আমি আমার সাধ্যমত অসহায় কর্মহীন মানুষের মাঝে সহায়তা করতে চেষ্টা করেছি। তবে কি কি করেছি তা জনসমেক্ষে বলতে চাই না। তবে এতটুকু বলতে চাই আমার দ্বারা যদি একজন মানুষও উপকৃত হয় তাহলেই আমি খুশি। তিনি করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

তবে করোনাকালীন সময় পৌর প্যানেল মেয়র মোহম্মদ আলী মাঝি তার ব্যক্তিগত প্রচেষ্টায় শত শত মানুষকে সহায়তা করেছেন বলে নারী, পুরুষ অনেকেই জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়