প্রকাশ : ১১ জুন ২০২২, ১৮:৩৫
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত
![শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত](/assets/news_photos/2022/06/11/image-19165-1654951465bdjournal.jpg)
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। ১১ জুন ভোর রাতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে। জানাযায় ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ে পুরাতন ফেরি ঘাটে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে একই পরিবারের ৩ জন আহত হয়। আহতরা হলেন ফিরোজ (৩৫), তার স্ত্রী ফারজানা ( ২৬) ছেলে শাহাদাত হোসেন নুর ( ৯) গুরুতর আহত হন। শ্রীনগর ফায়ার সার্ভিস সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন বলে জানান, শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মাহফুজ রুবেল।