প্রকাশ : ০৮ জুন ২০২২, ১৭:৫৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিলুপ্তির পথে বাঘরা ডাকঘর
![মুন্সীগঞ্জের শ্রীনগরে বিলুপ্তির পথে বাঘরা ডাকঘর](/assets/news_photos/2022/06/08/image-19016-1654690832bdjournal.jpg)
এক সময় মানুষের মনের ভাব প্রকাশের ও যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি মাধ্যমে। ডাকঘর হতে প্রেরণ ও গ্রহণ করা হতো প্রিয়জনের চিঠি। প্রিয়জনরা ও অপেক্ষায় থাকতেন কখন আসিবে তার প্রিয়জনের সেই চিঠি। কালের বিবর্তনে চিঠিপত্রের যোগাযোগের মাধ্যম টি হারিয়ে গেছে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আজ আমাদের দেশ ডিজিটাল এ পরিণত হয়েছে। ডিজিটাল হওয়ার কারণে ব্যক্তিগত চিঠিপত্র আদান প্রদান বন্ধ থাকলেও গুরুত্বপূর্ণ অনেক কাজ অব্যাহত রয়েছে ডাকঘরে বলে জানালেন, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার বাগড়া ডাকঘরের পোস্টমাস্টার সাহারিয়া আবেদীন, সরকারি অফিস-আদালতের গুরুত্বপূর্ণ চিঠিপত্র, ভূমি অফিসের চিঠিপত্র, মানি অর্ডার, পোস্টাল অর্ডার পার্সেল, হয়ে থাকে ডাকঘর এর মাধ্যমে।
বাগড়া ইউনিয়নের ২০টি গ্রামের জন্য বাঘরাই একমাত্র পোস্ট অফিস। পূর্বে এই পোস্ট অফিস টি পদ্মা নদীর পাড়েনিজ ভূমিতে অবস্থান করছিল। ডাকঘর টি বিলুপ্তির হওয়ার পর আর নতুন করে স্থাপন করা হয়নি ।বর্তমানেপোস্টমাস্টার সাহারিয়া আবেদীন নিজ খরচে নিজ বাড়িতে টিনদিয়ে ঘেরা একটি রুম ডাকঘর হিসাবে ব্যবহার করছেন। তিনি জানান, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন করেছেন, পরিদর্শক ও পরিদর্শন করে যাওয়ার পরও এ সমস্যার কোনো সমাধান হয়নি। এছাড়া চিঠি বিলের জন্য কোন ডাক পিয়ন না থাকায় একা অফিস পরিচালনার পর আবার চিঠি বিলি করা তার সম্ভব নয়।। তাই তিনি তার নিজ উদ্যোগে নিজ খরচে পার্ট টাইম শাহাদাত নামক এক ব্যক্তি কে ডাক পিয়ন হিসেবে নিয়োগ দিয়েছেন।