প্রকাশ : ০৬ জুন ২০২২, ২০:৩৪
মুন্সিগঞ্জ জেলার কবুতর খোলায় পশুর হাট উদ্বোধন
![মুন্সিগঞ্জ জেলার কবুতর খোলায় পশুর হাট উদ্বোধন](/assets/news_photos/2022/06/06/image-18913-1654526372bdjournal.jpg)
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর ও লৌহজং উপজেলার সীমান্তবর্তী এলাকা কবুতর খোলায় পশুর হাট উদ্বোধন হয়েছে। ৬ জুন বিকেল পাঁচটায় সাপ্তাহিক গরু ছাগলের এ হাট উদ্বোধন হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন। আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক খান বারী, ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মনির হোসেন মিটুল। কবুতর খোলা বাজার কমিটির সভাপতি মোঃ কামাল খান প্রমুখ।