প্রকাশ : ১৫ মে ২০২২, ১৯:১৫
শ্রীনগরের চকবাজারে চড়ামূল্যে শ্রমিকের হাট : ধানের জমির মালিকরা হতাশ
![শ্রীনগরের চকবাজারে চড়ামূল্যে শ্রমিকের হাট : ধানের জমির মালিকরা হতাশ](/assets/news_photos/2022/05/15/image-17876-1652620881bdjournal.jpg)
মুন্সিগঞ্জের শ্রীনগর চকবাজারে চড়ামূল্যে শ্রমিকের হাট, ধানের জমির মালিকরা হতাশ।
|আরো খবর
১৫মে ভোর ছয়টায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলারচকবাজারে শত শত শ্রমিকের আগমনে মুখরিত হয়ে উঠে ব্রিজ সংলগ্ন এলাকা। বোরধানের জমির মালিক ও শ্রমিক সংগ্রহের ছুটে আসেনএ ব্রিজে। বৈরী আবহাওয়ার কারণে জমির মালিকরা ধানক্ষেতহতেধান এখনো ঘরে তুলতে পারেননি। বৈরী আবহাওয়ার কারণে শ্রমিক সংগ্রহ করা সম্ভব হচ্ছিলনা। বেশিরভাগ ধান শ্রমিকই উত্তরবঙ্গের আবহাওয়া অনুকূলে থাকায় তারা ফিরে এসেছেন।
শত শত শ্রমিকের দেখা মিলেও তারা প্রতিদিন উচ্চমূল্য ১৪শত হতে ১৫ শত টাকাসহ তিন বেলার খাবার ও বাসস্থানের দাবি করে আসছেন।
একদিকে বৈরি আবহাওয়ায় ধানের ব্যাপক ক্ষতি, অপরদিকে উচ্চমূল্যে শ্রমিক সংগ্রহ করা ধানের মূল্য প্রতি মণ মাত্র আটশত টাকা। এত কম দামে ধান বিক্রয় করে ক্ষতিগ্রস্ত হবেন বলে আশঙ্কা করছেন। কিভাবে এ ক্ষতি কাটিয়ে উঠবেন তা নিয়ে জমির মালিক হতাশ।