শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১১ মে ২০২২, ১৪:১২

মুন্সীগঞ্জে টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

আব্দুল মান্নান সিদ্দিকী
মুন্সীগঞ্জে টানা বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জে ও টানা তিন দিনের বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি জনিত কারণে ধানের জমি গুলোতে পানি ঢুকে ধানেরযেমন ব্যাপক ক্ষতি হচ্ছে, একযোগে ধান কাটার কারণে অধিক মূল্য দিয়ে ধানের শ্রমিক সংগ্রহ করেও গুলায় ধান ওঠাতে পারবেন কিনা জমির মালিক সন্দেহ পোষণ করছেন।যেসব ধানবাতাসে পানিতে পরে ভিজে গেছে।কয়েকদিন পানিতে পড়ে থাকায় সেসব ধানে ধানেচারা গজিয়েছে। সেসব ধানচিটা হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বোরো ধানের জমির মালিক। ধান চাষী আব্দুর রশিদ এ প্রতিনিধিকে জানান, ,বৃষ্টির কারণে তার জমির দেড় শত মণ ধান কাটা হয়েছে বৃষ্টি জনিত কারণে ধান শুকানো সম্ভব হয়নি বলে সে ধানে চারা গজিয়েছেএ নিয়ে তিনি চিন্তিত। অপরদিকে জাকির হোসেন জানান, তিনিও ১০মণ ধান পেয়েছিলেন বৃষ্টির কারণে বাড়ির উঠান কাদাযুক্ত হওয়ায়ধান শুকানোর কোন ব্যবস্থা না থাকায় তারধানে চারা গজিয়েছে।কিছু ধান তার নিজ ঘরের মেঝেতেকিছু ধান আত্মীয়দেরমেঝেতেএমনকি দোকানের মেঝেতেও ধান রেখে বৈদ্যুতিক পাখার সাহায্যে শুখানোর প্রাণপণচেষ্টা চলছে। এখনো শত শত হেক্টর জমিতে ধান কাটা বাকি রয়েছে এসবধানের জমির মালিক চিন্তিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়