বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৬ জুলাই ২০২১, ১১:৩০

চাঁদপুরে করোনা সংক্রমনরোধে বিশিষ্টজনদের পরামর্শ ও সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

রাসেল হাসান
চাঁদপুরে করোনা সংক্রমনরোধে বিশিষ্টজনদের পরামর্শ ও সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক

মহামারি করোনায় সংক্রমন হারের দিক থেকে চাঁদপুর জেলার অবস্থান শীর্ষে। প্রতিদিনই এ জেলায় ৪৫-৫০ শতাংশ রোগী সংক্রমিত হচ্ছে। বিশেষ করে চাঁদপুর সদর, শাহারাস্তি, মতলব দক্ষিণ ও ফরিদগঞ্জ উপজেলায় প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। লকডাউনের চলমান শিথিলতায় ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে আক্রান্তের সংখ্যা আরো বাড়ার আশংকা রয়েছে এমতাবস্থায় ঈদ পরবর্তী চাঁদপুরকে সুরক্ষিত রাখতে নতুন কোন কর্মপরিকল্পনা আছে কি-না সে বিষয়ে চাঁদপুর কণ্ঠ থেকে কথা বলা হয় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সাথে।

জেলা প্রশাসক বলেন, আমরা জেলা প্রশাসন থেকে ইতোমধ্যে বিভিন্ন বাস্তব সম্মত কর্মসূচী হাতে নিয়েছি। প্রতি ইউনিয়নে করোনা প্রতিরোধ কমিটি গঠন করেছি। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনি মাঠে তৎপর আছেন। ঘরমুখো মানুষকে ঘরে রাখতে আমরা আমাদের সাধ্যমত চেষ্টা চালাচ্ছি। তবুও চাঁদপুরের সংক্রমনের হার কমানো যাচ্ছে না। ক্রমেই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। রোগীর চাপ সামাল দিতে চাঁদপুরে বিকল্প হাসপাতাল করার জন্য চেষ্টা চলছে।

জেলা প্রশাসক আরও বলেন, আমাদের মেধা শ্রম দিয়ে আমরা চেষ্টা করছি করোনা নিয়ন্ত্রনের জন্য তবুও চাঁদপুরকে রক্ষা করতে হলে প্রশাসনের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। জেলার সকল সচেতন নাগরিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধী মহল সকলকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের আর কি করা উচিত? কি ধরণের যৌক্তিক পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সে বিষয়ক যে কোন পরামর্শ লিখিত বা মৌখিক ভাবে যে কেউ দিতে পারেন। সকল যৌক্তিক বাস্তবধর্মী পরামর্শ গ্রহণ করতে আমরা প্রস্তুত আছি।

অঞ্জনা খান মজলিস আরও বলেন, আমি মনে করি সাধারণ মানুষকে সচেতন করতে সুশীল সমাজের ব্যক্তিবর্গের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁদের স্যোসাল মিডিয়ায় সচেতনমূলক লেখনী, জনগণকে স্যোসাল ডিসটেন্স মানতে উদ্বুদ্ধকরণ কর্মসূচী সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব পড়বে। চাঁদপুরটা আমাদের সবার, সকলে মিলে একযোগে কাজ করলে মহামারি নিয়ন্ত্রন করে চাঁদপুরকে করোনামুক্ত জেলা ঘোষণা করাটা অসম্ভব কিছু নয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়