প্রকাশ : ১৭ মার্চ ২০২২, ১৩:২২
যথাযোগ্য মর্যাদায় শ্রীনগরে জাতির জনকের জন্মদিন পালন
![যথাযোগ্য মর্যাদায় শ্রীনগরে জাতির জনকের জন্মদিন পালন](/assets/news_photos/2022/03/17/image-15143-1647502226bdjournal.jpg)
। যথা যোগ্য মর্যাদায়শ্রীনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের১০২ তম জন্মবার্ষিকী পালিত। সারাদেশের ন্যায় মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে১৭মার্চ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২জন্মবার্ষিকী পালিতহয়েছে। দিবসটি জাতীয় শিশু-কিশোর দিবস হিসেবে উদযাপিত হয়। বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা। মিলাদ ও দোয়া মাহফিল,এতিম অসহায় ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ। চিত্রাংকন প্রতিযোগিতা,রচনা ,কবিতা আবৃত্তি,সাংস্কৃতিক সঙ্গীত অনুষ্ঠান ,পুরস্কার বিতরণী ও জন্মদিনের কেক কাটা । উপজেলা প্রশাসন, শ্রীনগর সরকারি কলেজ,শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,সিজুয়ে কিন্টারগার্ডেন ,স্যার জগদীশচন্দ্র বসু ইনস্টিটিউট এন্ড কলেজ,ভাগ্যকুলহরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ,আলেমন নেছা উচ্চ বিদ্যালয়,বাগড়া স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়।