শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ২২:৩১

প্রতারক মাংস বিক্রেতা আটক : তেলাপোকার ঔষধ খাইয়ে ৫ লাখ টাকার গরু-ছাগল নিধন

সোহাঈদ খান জিয়া
প্রতারক মাংস বিক্রেতা আটক : তেলাপোকার ঔষধ খাইয়ে ৫ লাখ টাকার গরু-ছাগল নিধন

চাঁদপুর সদর উপজেলার শিলন্দিয়া গ্রাম থেকে সোহেল (৩৮) নামে এক প্রতারককে এলাকাবাসী আটক করে ইউপি চেয়ারম্যানের নিকট হস্তান্তর করেছে।

জানা যায়, প্রতারক সোহেল (সিলেটি) গরু-ছাগলকে তেলাপোকার ওষুধ খাইয়ে মেরে ফেলে। পরে সেই গরু ও ছাগল কম মূল্যে ক্রয় করে জবাই করে বাবুরহাট বাজারে নিয়ে বিক্রি করে।

গত মঙ্গলবার ১৩ জুলাই প্রতারক সোহেল বিকেলে কলার সাথে একটি ছাগলকে তেলাপোকার ওষুধ খাওয়ানোর সময় জনগণ তাকে হাতেনাতে আটক করে উত্তম মধ্যম দিয়ে ইউপি কার্যালয়ে নিয়ে যায়। সেখানে চেয়্যারম্যানের জিম্মায় দেয়া হলে চেয়্যারম্যান তাকে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে ইউপি চেয়্যারম্যান আলহাজ্ব মনিরুজ্জামান মানিক পাটোয়ারী বলেন, এলাকাবাসী প্রতারক সোহেলকে আটক করে ইউপি কার্যালয়ে নিয়ে আসেন। তার নিকট বিস্তারিত শুনেছি। থানা পুলিশ আসলে তাদের হাতে তুলে দেই।

এসআই সেলিম বলেন, সে একজন প্রতারক। তাকে কোর্টে সোপর্দ করেছি।

উল্লেখ্য, প্রতারক সোহেলের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলায়। সে শিলন্দিয়া গ্রামে বিয়ে করে সেখানেই বসবাস করে। বাবুরহাট বাজারে কসাইয়ের কাজ করে সে। মানুষের গরু ও ছাগলকে তেলা পোকার ওষুধ খাইয়ে মেরে ফেলে এবং মরা গরু-ছাগল জবাই করে বাবুরহাট বাজারে বিক্রি করে থাকে। এমনিভাবে শিলন্দিয়া গ্রামে ৮টি গরু ও ৫টি ছাগলকে তেলাপোকার ঔষধ খাইয়ে মেরে ফেলেছে এবং ঐ গরু ও ছাগল জবাই করে বাজারে বিক্রি করে। এসব গরু ও ছাগলের মূল্য প্রায় ৫ লাখ টাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়