শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ২১:২৩

হাজীগঞ্জে রাতের আঁধারে যাত্রী ছাউনি দখল

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে রাতের আঁধারে যাত্রী ছাউনি দখল

হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ বিশ্বরোড চৌরাস্তা এলাকার যাত্রী ছাউনি রাতের আঁধারে দখল হয়ে গেছে । গত মঙ্গলবার দিনগত রাতে এই দখলের ঘটনা ঘটে। যাত্রী ছাউনিটি জেলা পরিষদের। দখলের বিষয় নিয়ে কেউ মুখ খুলছে না। তবে মঙ্গলবার রাত পর্যন্ত এখানে যারা ফুটপাতে ব্যাবসা করেছে তারাই বুধবার সকালে এসে দেখে যাত্রী ছাউনিতে সার্টার লাগানো।

জানা যায়, হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা বিশ^রোড জেলা পরিষদ যাত্রীদের সুবিধার্থে যাত্রী ছাউনি নির্মাণ করে। যাত্রী ছাউনিটির সামনে দু’পাশেই দীর্ঘ দিন হকাররবসে ছোট ছোট দোকান তুলে ব্যবসা করে আসছে। এটিতে রোদ-ঝড়-বৃষ্টিতে ছিন্নমূল মানুষ আশ্রয় নিতো। এ ছাড়াও দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা এখানে বিশ্রাম নিতো। হঠাৎ করে মঙ্গলবার দিনগত রাতের কোন এক সময় যাত্রী ছাউনির দু’দিকে নতুন সার্টার লাগিয়ে এটি দখল করে নেয়া হয়।

এ বিষয়ে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা উন্নয়ণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক হাজী হাজী জসিম মুঠো ফোনে বলেন, আমি জেলা পরিষদের মাসিক সভায় সব সময় বলে আসছি হাজীগঞ্জসহ জেলার সকল যাত্রী ছাউনিগুলো দখল মুক্ত করে, সেখানে যাত্রীদের ব্যবহারের সুযোগ করে দেয়া হউক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়