প্রকাশ : ০১ মার্চ ২০২২, ১২:৪৯
রামদাসেরবাগ তা'লীমুল কুরআন মাদ্রাসার পুরস্কার বিতরণ
![রামদাসেরবাগ তা'লীমুল কুরআন মাদ্রাসার পুরস্কার বিতরণ](/assets/news_photos/2022/03/01/image-14329-1646117585bdjournal.jpg)
ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া (দঃ) ইউনিয়নের রামদাসেরবাগ তা'লীমুল কুরআন নূরানী মাদ্রাসার মাসিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মাওঃ আব্দুল কাইয়ুম-এর সঞ্চালনায় ও মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য প্রবাসী আরিফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আমান উল্লাহ খান ফারাবী।
এ সময় প্রধান অতিথি বলেন, আরবী শিক্ষার গুরুত্ব অপরিসীম, আমাদের প্রত্যেক মুসলমান নরনারীর দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। আমরা আমাদের সন্তানদেরকে কুরআন ও হাদীসের আলোকে সুশিক্ষিত করার চেষ্টা করবো। যাতে করে তারা অন্তত কুরআন সহী শুদ্ধভাবে পড়তে পারে। প্রতিনিয়ত নামায আদায় করতে পারে। এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের সু-পরামর্শ নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাওঃ মোঃ মহসিন মাওঃ রিয়াজুল ইসলাম, হাফেজ.হাছান মাহমুদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।