প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:০৩
শ্রীনগর সিরাজদিখানের খালটি ঐতিহ্য হারাতে বসেছে
![শ্রীনগর সিরাজদিখানের খালটি ঐতিহ্য হারাতে বসেছে](/assets/news_photos/2022/02/22/image-13989-1645517442bdjournal.jpg)
ঐতিহ্যবাহী শ্রীনগর সিরাজদিখানের খালটি মানচিত্র হতে হারাতে বসেছে। প্রভাবশালী মহলের একের পর একদখল প্রক্রিয়া অব্যাহত থাকার কারণে খালের পাড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্থাপনা। ফলে দিন দিন খালটি সরু হয়ে যাচ্ছে। এছাড়াও বাড়ৈখালী বাজারের ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান আবর্জনা ফেলছেন। এ খালটিতে আবর্জনা পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে ফলে পরিবেশ দূষিত হচ্ছে। পূর্বে এখানে প্রচুর স্রোত থাকলেও বর্তমানে খালটি মরা খাল হিসাবে পরিচিতিপেয়েছে। দখলদারদের দখলকারী ও অবহেলার কারণেখালটি বিলুপ্তির পথে। বারইখালি তে মিশে থাকা এই খালটি মূলত পদ্মা নদীর শাখা এটি ধলেশ্বরী নদীতে গিয়ে মিশেছে ঐতিহ্যবাহী এখালটি মানচিত্র হতে হারাতে বসেছে।