শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৩ জুলাই ২০২১, ১৯:০০

চাঁদপুর পৌর মেয়রকে অটোবাইক ও ইজিবাইক মালিক শ্রমিকদের স্মারকলিপি

গোলাম মোস্তফা
চাঁদপুর  পৌর মেয়রকে অটোবাইক ও ইজিবাইক মালিক শ্রমিকদের স্মারকলিপি

চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল কে ইজিবাইক ও অটোবাইক মালিক শ্রমিক ঐক্য কমিটির পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়।

আজ ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে চাঁদপুর ইজিবাইক ও অটোবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে সংগঠনের আহবায়ক ফজলুল কাদের চৌধুরী ও সদস্য সচিব মোঃ হানিফ গাজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ১৩ জুলাই মঙ্গলবার দুপুরে পৌর ভবনের মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েলের কার্যালয়ের হল রুমে সংগঠনের পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করেন।

এ সময় মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল আগত নেতৃবৃন্দকে নিয়ে হলরুমে আলোচনা করেন। স্মারক লিপিতে উল্লেখিত দাবীগুলোর মধ্যে ছিলো পৌরসভা কর্তৃক বেঁধে দেওয়া নিধারিত সময়ের মধ্যে উল্লেখিত যানবাহনগুলোর লাইসেন্স নবায়ন সময় বৃদ্ধি, লাইসেন্স ফি কমানো ও নাম পরিবর্তন ফি মওকুফ। করোনাকালীন লকডাউন চলমান বিধায় এ সকল বিষয়গুলো নিয়ে মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল ও সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনার পর লাইসেন্স নবায়নের সময় ৩০ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়। কিন্তু লাইসেন্স ফি পূর্বের নির্ধারিত হারে ও নাম পরিবর্তন ফি বহাল রাখা হয়।

এ বিষয়ে পৌর মেয়রের যুক্তিগুলো উপস্থাপনের পর মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ তা মেনে নেন। শুধু তাই নয়, পৌর মেয়র অ্যাডঃ মোঃ জিল্লুর রহমান জুয়েল করোনাকালীন সময়ে এই সংগঠনের ৩ শ' শ্রমিককে ১০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা দেন। এজন্য সংগঠনের নেতৃবৃন্দকে একটি তালিকা পৌর মেয়রের নিকট দেওয়ার জন্য বলা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়