শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২২, ২০:০৯

আমরা চাই সকল শিশু তাদের শিক্ষা অব্যাহত রাখুক : পরিকল্পনা প্রতিমন্ত্রী

আমরা চাই সকল শিশু তাদের শিক্ষা অব্যাহত রাখুক : পরিকল্পনা প্রতিমন্ত্রী
মাহবুব আলম লাভলু

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেছেন, আমরা চাই সকল শিশু তাদের শিক্ষা অব্যাহত রাখুক। আর তাই আমরা প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করছি এবং তাদের বৃত্তি ও উপবৃত্তি দিচ্ছি। বুধবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেন, আজকের শিশুরাই বাংলাদেশের ভবিষ্যৎ এবং তারাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলবে। আগামী প্রজন্ম যাতে দেশের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য আমরা শিক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। প্রতিমন্ত্রী বলেন, তাঁর সরকার শিশুদের গান ও চিত্রাঙ্কনের মত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহ দিচ্ছে যাতে তাদের মেধা ও চিন্তা-চেতনা সঠিকভাবে বিকশিত হয়।

মতলব উত্তর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ আসনের সংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল। বক্তব্য রাখেন- জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. রুহুল আমিন।

চাঁদপুর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মতলব উত্তর উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থারে সহযোগিতায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি উপলক্ষে এ প্রতযোগিতার আয়োজন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়