শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ২১:১৪

মতলব উত্তর- গজারিয়া সেতুর দাবিতে বিশাল মানববন্ধন

মাহবুব আল্ম লাভলু
মতলব উত্তর- গজারিয়া সেতুর দাবিতে বিশাল মানববন্ধন

দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষের প্রানের দাবী ও অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি ‘মতলব উত্তর কালীপুর - গজারিয়া ভবেরচর’ সংযোগ সেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর বাজারে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর বাজারে মানববন্ধন কর্মসূচিতে সাদা-কালো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সোহেল সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন সরদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কৃষিবিদ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রিয় চাঁদপুর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম,ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের সিনিয়র প্রভাষক আহসান উল্লাহ সরকার,মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, নিশ্চিন্তপুর ডিগ্ৰি কলেজের প্রভাষক আল-আমীন পারভেজ, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান মুন্না, কাউছার আলম, আবুল কালাম আজাদ, সোহেল রানা, নাছির চৌধুরী, আমিরুল ইসলাম রাসেল, ইকবাল হোসেন চৌধুরী, ইসমাইল হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘মতলব উত্তর কালীপুর - ভবেরচর’ সংযোগ সেতুটি মেঘনা ও ধনাগোদা নদীর উপর দিয়ে নির্মাণের দাবি দীর্ঘদিনের। কিন্তু আজও আলোর মুখ দেখেনি ওই স্থানে সেতু নির্মাণের। এই সেতুটি না থাকায় মতলব উত্তরের লোকজন জীবনের ঝুঁকি নিয়ে নদী পথে যাতায়াত করে। এতে এলাকাবাসীর দুর্ভোগের শেষ নেই।

ঢাকা থেকে গৌরীপুর- মতলব উত্তর উপজেলা ও চাঁদপুর জেলা সদরে বর্তমান দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার। কিন্তু ঢাকা থেকে ভবেরচর হয়ে গজারিয়া উপজেলার সীমানার উপর দিয়ে প্রস্তাবিত সেতু হলে চাঁদপুর জেলা সদরের দূরত্ব সর্বোচ্চ ৬৮ কিলোমিটার হবে।

সেতু নির্মিত হলে ঢাকা-চাঁদপুর জেলা সদরের দূরত্ব প্রায় ৫২ কিলোমিটার সড়ক পথ কমে যাবে। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভ্রমণ ব্যয় কমবে একই সাথে সময়ও কমবে প্রায় এক ঘন্টা।

মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, সাদা-কালো সেচ্ছাসেবী সংগঠন, জাগো মতলব উত্তর , বাড়ীভাংগা তরুন সংঘ, আমরা ’৯৩ মতলব উত্তর, সারা ফাউন্ডেশন, মোহনপুর বন্ধু মহল সমাজ কল্যাণ সংঘ, পশ্চিম নাউরী আদর্শ সমাজ কল্যাণ পরিষদ, মিঠুর কান্দি সমাজ কল্যাণ পরিষদ, আমরা মতলবের জনগন, বন্ধু মহল ক্লাব, বাস্তবতা মতলব, ঘাসিরচর সর্বসেবা সংগঠন, মতলব যুব ব্যাবসায়ী ও কল্যান ফোরাম, মতলব মানবিক ফাউন্ডেশন, ফৈলাকান্দি আমার অহংকার, আলোকিত মতলব, মতলব উন্মুক্ত পাঠাগার, আওয়ার মতলব উত্তর, হেল্পলাইন মতলব, উত্তর উদ্বমদী সমাজসেবা সংগঠন, দুর্বার পাঠশালা, ফ্রেন্ডস ৯৫, আমরা তারুণ্য সামাজিক সংগঠন, পূর্ব কলসভাংগা যুব তরুন সংগঠন, শিহরন সমাজ কল্যাণ সংস্থা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, আমিনপুর প্রগতিশীল সামাজিক সংগঠন, গ্রীন ক্লাব চান্দ্রাকান্দি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়