শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২২, ১৫:২৩

৫০ বছরের প্রথা ভঙ্গ করে ভোট দিলেন সাবেক এমপি পত্নী

গোলাম মোস্তফা
৫০ বছরের প্রথা  ভঙ্গ করে ভোট দিলেন সাবেক এমপি পত্নী

৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ১৬ নং রুপসা (দঃ) ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ইউনিয়নের নারী ভোটারদের ৫০ বছরের প্রথা ভঙ্গ করে ভোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রাথীদের ভোট দিলেন চাঁদপুর -৪ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়ার পত্নী ডাঃ আনোয়ারা হক।

সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুইয়া ও তাঁর পত্নী বিশিষ্ট দন্ত চিকিৎসক ডাঃ আনোয়ারা হক ৫ জানুয়ারী দুপুরের দিকে নিজ বাড়ি ১৬ নং রুপসা (দঃ)ইউনিয়নের নারীদের ভোট বিরত থাকার রেকর্ড বা প্রথা ভঙ্গ করে ৩নং ওয়ার্ডের কাউনিয়া শহীদ হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেন।

উল্লেখ্য উক্ত ইউনিয়নের সকল নারী ভোটাররা বিগত ৫০ বছর যাবত জনৈক পীরের নির্দেশনা অনুযায়ী বা হুকুম পালনের অজুহাতে দেশের সকল প্রদানে বিরত রয়েছেন। এ ব্যাপারে দীর্ঘ বহু বছর যাবত প্রশাসনের পক্ষ থেকে বহু ধরনের চেষ্টা করেও কোনো ভাবেই নারী ভোটারদের কেন্দ্রে আনতে পারেননি। আবার মাঝে মধ্যে ২/১ জন নারী স্ব উদ্যোগে ভোট প্রদান করলেও দূর্ঘটনার স্বীকার হতে হয়েছে, এমন ঘটনা বা গুজবের কথাও মুখরোচক রয়েছে।

তাই ডাঃ আনোয়ারা হকের স্ব উদ্যোগে এই ভোট প্রদান অন্যদের আগামী নির্বাচনে নারী ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদানে উৎসাহ যোগাবে বলে মনে করেন সচেতন জনগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়