বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১০ জুলাই ২০২১, ১৫:৫১

মতলব উত্তরের ইউএনও ও ওসি দুজনই ব্রাজিল : পরিবারে নেই বিবাদ

মতলব উত্তরের ইউএনও ও ওসি দুজনই ব্রাজিল : পরিবারে নেই বিবাদ
মাহবুব আলম লাভলু

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই বিশ্ব ফুটবলপ্রেমীদের দু' ভাগে বিভক্ত হওয়া। ১৪ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দু’দল। তাই উত্তেজনার পারদটাও বেশ ওপরে। মাঠে খেলেন ফুটবলাররা আর মাঠের বাইরে তাদের নিয়ে বাকযুদ্ধে নামেন ভক্ত-সমর্থকরা। যা কখনও কখনও পৌঁছে যায় শীর্ষস্থানীয় পর্যায়ে।

রিও দি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ সময় আগামীকাল রোববার ভোর ছয়টায় শুরু হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই। এটা এমন এক ফাইনাল, কোপা আমেরিকায় যেটা উপভোগ করার আশা প্রত্যেক ফুটবলপ্রেমী করে। ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই অনেক বছরের একটি ক্লাসিক ম্যাচ হতে যাচ্ছে, যেখানে দুটি দলই সেরা হতে লড়বে।’

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামালের সাথে এ বিষয়ে চাঁদপুর কন্ঠের মতলব উত্তর ব্যূরো ইনচার্জ মাহবুব আলম লাভলুর কথা হলে তারা জানান দু’জনই ব্রাজিলের সমর্থক। পরিবারের অধিকাংশ সদস্য নিজ দলের সমর্থক হওয়া পরিবারে নেই বিবাদ।

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান জানান, স্ত্রী ও কন্যাসহ তিনি ব্রাজিলের সমর্থক। একই দলের সমর্থক হওয়ায় বাড়ীতে দল নিয়ে কোনো মারামারি নেই। তিনি বলেন, রিও দি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রিয় দল জয়ী হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। তবে আমি ফেয়ার খেলার পক্ষে। খেলার বিষয় যেনো খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকে। খেলায় হার জীত থাকবেই। সেই মানসিকতা নিয়েই সমর্থকদের এগিয়ে যেতে হবে।

গাজী শরিফুল হাসান বলেন, খেলা যেনো খেলার মধ্যে সীমাবদ্ধ থাকে. এর বাইরে কিছু যেনো না হয় সেই বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি। এ খেলাকে কেন্দ্র করে সমর্থকদের কোনো ধরণের বিশৃঙ্খলা উপজেলা প্রশাসন কোনোমতেই বরদাস্ত করবে না।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহাজাহান কামাল জানান, আমি আমার প্রিয়তমা স্ত্রীসহ আমার পরিবারের অধিকাংশ সদস্য ব্রাজিলের সমর্থক। পরিবারের বেশি ভাগ সদস্য এক দলের সমর্থক হলে মজাই আলাদা। ঝগড়া নেই,নেই চিমটি মারা কথা।

তিনি বলেন, ব্রাজিলের খেলা যখন থাকে আমি স্নায়বিক চাপে ভোগি, কেন না ব্রাজিল যে শৈল্পিক খেলা খেলে সেটি নিয়ে পরাজয় মেনে নিতে আমার কষ্ট হয়। আমি আশা করি কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিল শিরোপা পাবে। তিনি বলেন ইতিমধ্যে উভয় দলের সমর্থকদের মধ্যে উৎস দেখা যাচ্ছে তা যেনো সুখময় হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়