প্রকাশ : ০৮ জুলাই ২০২১, ২২:৫৬
২৪২ জনে এক শ' জনের করোনা শনাক্ত ।। সংক্রমণের হার ৪১.৩২
চাঁদপুর জেলায় করোনা সংক্রমণের হার আবারো ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে। একদিনের ব্যবধানে সংক্রমণের হার বেড়ে যায় দুই শতাংশ। বুধবার ছিল ৩৯.১৬ শতাংশ, পরদিন গতকাল বৃহস্পতিবার হয়েছে ৪১.৩২ শতাংশ। এর আগেরদিন বৃহস্পতিবার ছিল ২৮ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার চাঁদপুর জেলায় নতুন করে আরো এক শ' জনের করোনা শনাক্ত হয়। ২৪২ জনের নমুনা পরীক্ষা করে ১শ' জনের করোনা শনাক্ত হয়। এ হিসেবে আক্রান্তের হার ৪১.৩২ ভাগ। গতকাল রাতে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা যায়, গতকাল বৃহস্পতিবার ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আর রেপিড এন্টিজেন টেস্টের রিপোর্ট অনুযায়ী ৫৪টি নমুনা পরীক্ষায় ২১টি পজিটিভ রিপোর্ট আসে। মোট ২৪২ জনে এক শ' জনের করোনা শনাক্ত হয়।
নতুন শনাক্ত হওয়া একশ' জনের উপজেলা ভিত্তিক সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ৪৪, শাহরাস্তিতে ৩১, হাজীগঞ্জে ১১, মতলব উত্তরে ৫, ফরিদগঞ্জে ৫, কচুয়ায় ২, হাইমচর ১ ও মতলব দক্ষিণ উপজেলায় ১ জন। নতুন এই ১শ' জনসহ জেলায় মোট আক্রান্ত হলো ৬০০১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫০৪৭ জন, মারা গেছেন ১২৯ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮২৫ জন।