প্রকাশ : ২০ অক্টোবর ২০২১, ১৫:১৭
ফরিদগঞ্জের গুপ্টিতে আগুনে পুড়লো বসত ঘর
জেলা প্রশাসক ও পুলিশ সৃপারের ঘটনাস্থল পরিদর্শন
চাঁদপুরের ফরিদগঞ্জের ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের কর্মকার বাড়ির একটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আগুন লাগার কারণ নিশ্চিত করতে পারেনি স্থানীয় বিদ্যুৎ বিভাগে লোকজন।
|আরো খবর
এদিকে ঘটনার জানার পর বুধবার (২০ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ও পুলিশ সুপার মিলন মাহমুদ। বিস্তারিত জেনে জেলা প্রশাসক ইউএনওকে আহবায়ক করে ৭ সদস্যের তদন্ত টিম গঠন করে দিয়েছেন। ঘটনাটি মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের পূর্ব কর্মকার বাড়ির বিরেশ্বর কর্মকারের পরিত্যক্ত বসত ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বসতঘর পুড়ে অন্তত ২ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবার।
প্রত্যক্ষদর্শী চয়ন কর্মকার জানায়, গভীর রাতে কুকুরের ডাক চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। উঠে দেখি বিরেশ্বরের ঘরটিতে আগুন জ্বলছে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও রামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে।
বিরেশ্বর কর্মকার জানান, তিনি চাঁদপুরে থাকেন। মাঝে মাঝে বাড়িতে আসেন। কিন্তু ঘরে থাকতেন না।ঘরের বাইরে একটি বৈদ্যুতিক বাতি ছাড়া ভিতরে বিদ্যুৎ ছিল না। সকালে তিনি এসে দেখতে পান মুল ঘর ও রান্না ঘরটি সম্পুর্ণ পুড়ে গেছে।
এদিকে আগুনের ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শিউলি হরি, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ) সার্কেল সোহেল মাহমুদ,
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশীদ সাগর,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল গনি বাবুল পাটওয়ারী।
এ বিষয়ে অগ্নিকান্ডের বিষয়ে চাঁদপুর ফায়ার সার্ভিসের লোকজন পুলিশ সুপারকে জানিয়েছেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি সর্ট সার্কিট থেকেই আগুন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে রামগঞ্জ পল্লী বিদ্যুতের (ডিজিএম) নূরুল আলম ভূঁইয়া বলেন, অগ্নিকান্ডের ঘটনা শটসার্কিট কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, অগ্নি কান্ডের ঘটনা দূঃখ জনক, ঘটনা সম্পর্কে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।