প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ২০:১৪
আমেরিকার ন্যানো বিজ্ঞানী প্রফেসর ড. জামাল উদ্দিনসহ তিন ডক্টরেটকে সম্মাননা প্রদান

হাজীগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম মেনাপুরে বেড়ে ওঠা বর্তমানে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের কপিন স্টেট ইউনিভার্সিটির ন্যানো প্রযুক্তি গবেষণা কেন্দ্রের পরিচালক ও যুক্তরাষ্ট্রের বিখ্যাত ন্যানো বিজ্ঞানী প্রফেসর ড. জামাল উদ্দিনসহ তিন ডক্টরেটকে সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) দুপুরে মেনাপুর বাজার পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মেনাপুর বাজার পীর বাদশা মিয়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্ত অন্য তিন ডক্টরেট হচ্ছেন : চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. পিয়ার আহম্মেদ, ড. জামাল উদ্দিনের সহোদর ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম জসিম উদ্দিন ।
|আরো খবর
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ড. জামাল উদ্দিন বলেন, আমি এই গ্রামে বেড়ে উঠেছি। এ জন্যে আমি চাই আমার এই প্রিয় গ্রামের মানুষের জন্যে কিছু করতে। তাই প্রতি বছর দেশে আসি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কাজ করি। যাতে করে এদেশের প্রতিটি শিক্ষার্থী নিজেকে একজন যোগ্য ব্যক্তি হিসেবে পরিণত করতে পারেন। নিজ জন্মস্থান মেনাপুরে একটি কলেজ প্রতিষ্ঠা করার পরিকল্পনাও রয়েছে তাঁর। মো. দেলোয়ার হোসেন দুলু মিজির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. পিয়ার আহম্মেদ, ড. জামাল উদ্দিনের সহোদর ঢাকা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম জসিম উদ্দিন, ব্র্যাক ইউনিভাসিটির জার্মানী ভাষার শিক্ষক ড. আবুল কালাম আজাদ চৌধুরী, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, পীর বাদশা মিয়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মো. ইকবাল হাসান এবং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুর রহমান।








