প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯
কৃষি ব্যাংকের দিনব্যাপী ব্যবসা উন্নয়ন সম্মেলন
চাঁদপুর অঞ্চলের ২৮টি শাখা লাভজনক হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন ও ১৪ ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার প্রদান

বাংলাদেশ কৃষি ব্যাংকের চাঁদপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) চাঁদপুর সার্কিট হাউজে ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে ঋণ আদায়-বিতরণ, আমানত ও রেমিট্যান্স সংগ্রহে শাখা ব্যবস্থাপক, মাঠকর্মী ও সব পর্যায়ের কর্মীদের নিয়ে দিনব্যাপী এ আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক-১ মো. আ. রহিম। তিনি বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংকে আমানত জমা রাখা শতভাগ নিরাপদ। তিনি তাঁর বক্তব্যে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, রেমিট্যান্স সংগ্রহ ও খেলাপি ঋণ আদায়ের জন্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন ।
বাংলাদেশ কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক কার্যালয় চাঁদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক (উপ-মহাব্যবস্থাপক) মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও পরিচালন বিভাগের মহাব্যবস্থাপক মো. আশরাফুজ্জামান খান, বিভাগীয় কুমিল্লা কার্যালয়ের মহাব্যবস্থাপক (দায়িত্বে) মো. ফাতেহ্ খান, কুমিল্লা বিভাগীয় নিরীক্ষা কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস প্রমুখ।
চাঁদপুর পুরাণবাজার কৃষি ব্যাংক শাখার ম্যানেজার শামীম আহমেদের পরিচালনায় চাঁদপুর আঞ্চলিক কার্যালয়ের নিরীক্ষা কর্মকর্তা শেখ নজরুল ইসলাম, ব্যাংকের চাঁদপুর অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে চাঁদপুর অঞ্চলের ২৮টি শাখা গতবছরের ৩১ ডিসেম্বরে লাভজনক শাখা হিসেবে উত্তীর্ণ হওয়ায় ডিএমডি-১ ধন্যবাদ জ্ঞাপন করেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে চাঁদপুর অঞ্চলের আওতাধীন শাখা সমূহের যে সকল কর্মকর্তা অসাধারণ পারফর্মেন্স করেন, তাদেরকে ১৪ টি ক্যাটাগরিতে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।








