প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৯:২০
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল পরিদর্শনে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার

চাঁদপুর সেন্ট্রাল ইনার হুইল ক্লাব পরিদর্শন করেছেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮, বাংলাদেশ-এর চেয়ারম্যান জেসরিনা হায়দার। এ উপলক্ষে শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব ভবনের দ্বিতীয় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ আগত অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয়। এছাড়া অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা।
ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সভাপতি ডালিয়া খানমের সভাপতিত্বে এবং সেক্রেটারী ফাহমিদা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিস্ট্রিক্ট চেয়ারম্যান জেসরিনা হায়দার। তাঁকে নিয়ে ক্লাবের সাবেক সভাপতি মুক্তা পীযূষের স্বামী সব্যসাচী লেখক ডা. পীযূষ কান্তি বড়ুয়া রচিত ছড়া ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাহমুদা বিশাখা সারা।
অনুষ্ঠানে বক্তারা ইনার হুইল ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বেশি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সংগঠনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার (প্রতিষ্ঠাতা) সভাপতি ফাতেমা হোসেন লাভলী, সহ-সভাপতি আফরোজা পারভীন ও রওশান আরা আক্তার, ক্লাবের সাবেক সভাপতি মাহমুদা খানম, মুক্তা পীযূষ, তাসলিমা সুলতানা মুন্নী, তাসনুভা রহমান তন্বী, মিতু আক্তার, আইপিপি নাসরিন আক্তার, কোষাধ্যক্ষ প্রীতি সাহা, এডিটর ফৌজিয়া পুতুল, সদস্য ডা. আসমা বেগম, নুরজাহান সেতু, মঞ্জু ঘোষসহ সংগঠনের অন্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সভাপতি রোটা. কাজী শাহাদাত, রোটা. অধ্যাপক মো. জাকির হোসেন, রোটা. নাসির উদ্দিন খান ও রোটা. অ্যাড. মো. নজরুল ইসলাম, বর্তমান সহ-সভাপতি রোটা. গোপাল চন্দ্র সাহা, সেক্রেটারী রোটা. নাজিমুল ইসলাম এমিল, হিলশা সিটি রোটারী ক্লাবের সদস্য রোটা. সাখাওয়াত হোসেনসহ অন্যরা ।
অনুষ্ঠানের শেষ পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এতে কণ্ঠশিল্পী স্বজন সাহা, ইনার হুইল ক্লাবের প্রীতি সাহা, রোটা. নাসির উদ্দিন খান ও গীতিকার-সাংবাদিক কবির হোসেন মিজি সহ ইনার হুইল ডিস্ট্রিক্ট-৩২৮, বাংলাদেশ-এর সেক্রটারী মাহমুদা বিশাখা সারাও বিশেষ অনুরোধে গান গেয়ে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন।
পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ও উৎসবমুখর আবহে সম্পন্ন হয়।








