প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১৪:৫৮
ফরিদগঞ্জ ও হাইমচরে ছাত্রকল্যাণ ট্রাস্টের শীতবস্ত্র বিতরণকালে প্রিন্সিপাল নুরে আলম তালুকদার
নৈতিক শিক্ষার পাশাপাশি ছাত্রকল্যাণ ট্রাস্ট সাধারণ মানুষের পাশে থাকবে

ফরিদগঞ্জে ও হাইমচরে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) সকালে ফরিদগঞ্জ পৌর এলাকার রুদ্রেরগাঁও ঈদগাহে এ শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নুরে আলম তালুকদার।
শিল্প মন্ত্রণালয়ের চাঁদপুর জেলা কর্মকর্তা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও কুমিল্লা বিভাগীয় মনিটরিং কর্মকর্তা মো. জামাল হোসেন, চাঁদপুর জেলা কর্মকর্তা মো. সায়েম, ফরিদগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ফারহানা আক্তার, স্থানীয় মনির হোসেন তালুকদার প্রমুখ।
এছাড়া দুপুরে হাইমচর উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের সামনে আয়োজিত আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে স্থানীয় পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রিন্সিপাল নুরে আলম তালুকদার বলেন, বাংলাদেশ
ছাত্রকল্যাণ ট্রাস্ট নৈতিক শিক্ষার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকবে। তাই তীব্র শীতের মধ্যে এই অঞ্চলের অসহায় মানুষের কথা ভেবে ট্রাস্ট শীতবস্ত্র নিয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, একটি জাতিকে এগিয়ে নিতে নৈতিক শিক্ষা অত্যন্ত জরুরি। এর সাথে কর্মমুখী শিক্ষাও। কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট অর্জন করে, কিন্তু তা মোটেও কাজে লাগাতে পারছে না। প্রতিবছর বাড়ছে বেকারত্ব। তাই নৈতিক শিক্ষা ও কর্মমুখী শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারলে, আমাদের দেশে বেকার নামে কোনো শব্দ থাকবে না। নৈতিক শিক্ষার কারণে পড়ালেখা শেষ করেই একজন শিক্ষার্থী চাকুরির পেছনে না ঘুরে বড়ো বড়ো ডিগ্রির ভারে নিজেকে না লুকিয়ে উদ্যোক্তা হবেন। কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেরাই স্বাবলম্বী হয়ে উঠবে। আমি আশা করবো, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসবেন, তারা এসব বিষয় মাথায় নিয়ে কাজ করবেন। তবেই আমার বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে।







