বাকিলায় বায়তুল আকসা জামে মসজিদ উদ্বোধন
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের দক্ষিণ সন্না মোল্লা বাড়িতে বায়তুল আকসা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সম্মিলিতভাবে জুম্মার নামাজ আদায়, মিলাদ ও মোনাজাতের মধ্য দিয়ে মসজিদে নামাজ আদায়ের কার্যক্রম শুরু হয়। সেই সাথে সরকারি নির্দেশনা মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াসহ অন্যদের জন্যে বিশেষ দোয়া করা হয়।
কয়েকশ' এলাকাবাসীর সাথে আরো উপস্থিত থেকে নামাজ, দোয়া ও মোনাজাতে অংশ নেন বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক আব্দুল মতিন স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুকুর আলম শুকু, আলাউদ্দিন তরুণ, আইনজীবী সহকারী মুক্তার হোসেন, ভূমিদাতা ওমর ফারুক, আনোয়ার হোসেন মানিক, ইউপি সদস্য আবুল বাসার, বিল্লাল গাজী, শাহজাহান ও সাবেক ইউপি সদস্য আবু জাফর। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্জেন্ট (অব.) হোসেন মোল্লা লিটন। যৌথভাবে মোনাজাত, মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মজিবুর রহমান ও বায়তুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা হোসাইন আহম্মেদ। মসজিদ বাস্তবায়ন করেছে সারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।