বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ২২:২১

আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা লাগবে

.......ইউএনও সেটু কুমার বড়ুয়া

প্রবীর চক্রবর্তী।।
আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা লাগবে

ফরিদগঞ্জ উপজেলার ডিসেম্বর মাসের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান, ফরিদগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জের পক্ষে জিয়াউর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষে সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউপি চেয়ারম্যানদের পক্ষে শাহজাহান পাটওয়ারী, এইচএম হারুন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, হুমায়ুন কবির প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান বলেন, শীতের মৌসুমে ফরিদগঞ্জ উপজেলায় একটি বড়ো সমস্যা হলো দেদারচে মাটি কাটা। বিশেষ করে টপ সয়েল কেটে বিক্রি করার প্রবণতা বেশি। যা পরিবেশ ও কৃষির উপর মারাত্মক প্রভাব ফেলে। আমি মাত্র একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুরো উপজেলা নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য। তাই স্থানীয় জনপ্রতিনিধিরা যদি আরো সচেতন হোন, তাহলে আমরা টপ সয়েল বাঁচাতে পারবো। আমরা ইতোমধ্যে মাটি বিক্রিকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ব্যবস্থা নিচ্ছি। ভেকুগুলোকে জনপ্রতিনিধিদের জিম্মায় রাখা হচ্ছে। কিন্তু এটি প্রতিরোধ করতে হলে জনপ্রতিনিধিদের আরো দায়িত্ববান হতে হবে।

সভাপতির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে হলে জমি বাঁচাতে হবে। যেভাবে টপ সয়েল বিক্রি হচ্ছে তা রোধ করতেই হবে। আমরা কাজ করছি, সকলেই এগিয়ে আসবেন। নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে হলে সকলের সহযোগিতা লাগবে। গ্রামাঞ্চলে চুরির ঘটনা বেড়ে গেছে। তা প্রতিরোধে রাত্রিকালিন পাহারা আরো জোরদার করতে হবে। নির্বাচনকে সামনে রেখে কোনোভাবেই যেনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কেউ বিঘ্ন না ঘটাতে পারে, সেজন্যে সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে জনপ্রতিনিধিরা এই সময়কালে আরেকটু জোরালো ভূমিকা রাখলে দুষ্কৃতকারীরা সাহস পাবে না। আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো ভালো করার জন্যে সিসি ক্যামেরার ব্যবহার বাড়াতে হবে। এখন থেকে প্রতিটি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সকল সরকারি স্থাপনাকে সুরক্ষিত রাখতে নজরদারি বাড়াতে হবে। মোটকথা নির্বাচনকালীন সময়ে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে, যাতে ফরিদগঞ্জ উপজেলাটি ভালো থাকে। কোনো দুর্ঘটনা যেনো না ঘটে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়