প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ২০:২৩
ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে চাঁদপুরে সেমিনার
সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব
........মো. আব্দুল মান্নান সরদার

‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে চাঁদপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট ইউরেশিয়া রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট মো. আব্দুল মান্নান সরদার।
|আরো খবর
তিনি বলেন, ভ্যাট (মূল্য সংযোজন কর) বাংলাদেশের কর ব্যবস্থা সমূহের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর। বাংলাদেশের উন্নয়নের যাত্রা উন্নত ও সমৃদ্ধ করতে সঠিকভাবে ভ্যাট প্রদান করা আমাদের প্রত্যেকেরই নৈতিক দায়িত্ব। তিনি ব্যবসায়ী ও জনসাধারণের উদ্দেশ্যে বলেন, আপনাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের অর্থনীতি আরও সুন্দর ও টেকসই করে গড়ে তোলা সম্ভব হবে। একজন ব্যবসায়ীর উচিত প্রতিটি ক্রেতাকে কোনো পণ্য ক্রয়ের সময় তাকে কর প্রদানের জন্যে সঠিকভাবে বোঝানো এবং সঠিকভাবে ভ্যাট প্রদানে উৎসাহী করে তোলা। এ ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্রেতার নিকট থেকে ভ্যাট সংগ্রহ করে সেটাকে সরকারের রাজস্ব খাতে সঠিক নিয়ম মেনে সময়মতো কর প্রদান করা। তিনি আরও বলেন, ক্রেতার নিকট থেকে আদায় করা ভ্যাট নিজের ব্যবসায়ী টাকা না ভেবে সময়মতো রাজস্ব খাতে প্রদান করাটাও ঈমানের অংশ।
তিনি আরও বলেন, সরকার ব্যবসাবান্ধব ভ্যাট ব্যবস্থা নিশ্চিত করতে নানামুখী সংস্কার ও ডিজিটাল কার্যক্রম গ্রহণ করেছে, যাতে ব্যবসায়ীরা সহজে নিবন্ধন গ্রহণ ও ভ্যাট পরিশোধ করতে পারেন। ভ্যাট আইন যথাযথভাবে অনুসরণ করার জন্যে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তিনি।চাঁদপুর ভ্যাট বিভাগের সহকারী কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা, কাস্টমস, এক্সাইজ শেখ শাহী আহমেদের সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকর্তা আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র রায়। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মো. মাসুদ আখন্দ ও বিসিক শিল্প নগরী চাঁদপুরের মহাব্যবস্থাপক মো. কামরুল হুদা। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রাজস্ব কর্মকর্তা শিপন কুমার দাস। সেমিনারে ভ্যাট সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, করদাতাদের দায়িত্ব ও সরকারের রাজস্ব ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সেমিনারে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








