প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২১:৫৫
অভিষেক' প্রকাশে সাহিত্য আড্ডা

আব্দুল্লাহিল কাফী সম্পাদিত ছোটকাগজ ‘অভিষেক’-এর নতুন সংখ্যা প্রকাশ উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৬টায় সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে আয়োজিত এ আড্ডায়
|আরো খবর
‘অভিষেক’ সম্পাদক আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে এবং লেখক আরিফুল ইসলাম শান্তের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সাহিত্য একাডেমি চাঁদপুরের মহাপরিচালক, লোকগবেষক কাদের পলাশ, লেখক ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, লেখক ও সংগঠক আবদুল গনি প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন লেখক ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নুরে আলম পাটওয়ারী, লিটলম্যাগ ‘আখ্যান’ সম্পাদক নুরুন্নাহার মুন্নি, সাহিত্য মঞ্চের সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু, একাডেমির নির্বাহী সদস্য মোখলেছুর রহমান ভূঁইয়া, শেখ মহিউদ্দিন রাসেল, শিল্প নন্দনের সাধারণ সম্পাদক এইচএম জাকির, কবি ও অনুবাদক জাহিদ নয়ন, সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক সাদ আলআমিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হানিফ, লেখক ইমরান শাকির ইমরুল, কবি জাহাঙ্গীর হোসেন তফাদার প্রমুখ।
হৃদ্যতাপূর্ণ সাহিত্য আড্ডার আলোচনায় বক্তারা বলেন, তিন দশক পর প্রকাশিত হয়েছে ‘অভিষেক’। নতুন সংখ্যায় প্রবীণ লেখকদের সঙ্গে নবীনদের লেখার এক দারুণ মেলবন্ধন সৃষ্টি হয়েছে। ছোটকাগজ নতুন লেখক সৃষ্টির অন্যতম মাধ্যম। চাঁদপুরে সম্প্রতি বেশ ক'টি লিটলম্যাগ প্রকাশিত হয়েছে। এসব কাগজ নিয়মিত প্রকাশিত হলে চাঁদপুরসহ দেশের সাহিত্য আরও সমৃদ্ধ হবে।








